তিনি বলেন, ‘আমি সিলেটে কেবল ভাষণ দিতে আসি নাই, সিসিক নির্বাচন নিয়ে যেসকল অভিযোগ উঠেছে সেগুলোকে খতিয়ে দেখতে এসেছি।’
বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভার প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পরাজিত হন। অভিযোগ ওঠে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরোধিতার কারণেই কামরানকে পরাজিত হতে হয়।
জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের মধ্যে এ অনৈক্য মেটাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট সফরে এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে এ শোকসভায় যোগ দিতে দুপুর বেলা ১টা ১০ মিনিটের দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদেরের সাথে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, খালিদ আহমদ চৌধুরী ও এনামুল হক শামীমসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিমানযোগে সিলেট আসেন।